***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

ভুুল নাম্বারে টাকা চলে গেলে করণীয়


ভুুল নাম্বারে টাকা চলে গেলে করণীয়।আর্থিক লেনদেন করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভুল নাম্বারে টাকা চলে যায়,আর টাকা চলে গেলে সে টাকা ফেরত নেওয়া খুব কষ্টসাধ্য হয় কারন,কেউ টাকা পেলে সে টাকা ফেরত দেওয়ার মন মানসিকতা খুব কম,তাই আপনি তখন ঐ নাম্বারে  কল না দিয়ে, প্রথমেই আপনি থানায় গিয়ে সাধারন জিডি করবেন,পরে আপনি জিডির কপি নিয়ে যে মোবাইল ব্যাংকিং থেকে টাকা পাঠিয়েছেন উক্ত মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে জিডির কপি জমা দিলে ওনারা উক্ত অ্যাকাউন্টটি ব্লক করে দিবে, যাতে উক্ত টাকা তুলতে না পারে।সাম্প্রতিক মোবাইল ব্যাংকিং ফিনানসিয়ান্স ঘোষনা করেছেন (এমএফআই)যদি টাকা প্রাপ্ত ব্যাক্তি টাকা নিজের বলে দাবি করে তাহলে সঠিক প্রমাণ নিয়ে ১ সপ্তাহের মধ্যে অফিসে যোগাযোগ করলে টাকা ফেরত পাবে,নতুবা যে ব্যাক্তি ভুল করে টাকা পাঠিয়েছিল তার অ্যাকাউন্টে  ফেরত দেওয়া হবে,ঐ টাকা তার না বলে যদি স্বিকার করে তাহলে অ্যাকাউন্ট সচল রাখা হবে নইলে অ্যাকাউন্টনটি বন্দ করা হবে  বলে মোবাইল ব্যাংকিং  কতৃপক্ষ জানান।(এমএসআই,এমএসএইচ,এমএস) প্রয়োজনে আইনী ব্যবস্হা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post