মাটি উক্তোলনের সময়,লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের, গুড়িয়াদহ,(বুদার বাঁশের তলের) পশ্চিম পাশে মাটি খননের সময় খোজ পাওয়া গেল একটি বিমানের,এর সাথে কিছু গুলিও পাওয়া যায় সেখানে। স্থানীয় সুত্রে জানা যায় যে,বিমানটি যুদ্ধ বিমান কারন যেহেতু গুলির সন্ধান পাওয়া গেছে তাই,এখন বিমানটি পুলিশ ও বিমানবাহিনীর হেফাজতে আছে।অনেক দর্শনার্থী সেখানে ভিড় করছে বিমানটি দেখার জন্য।যদিও বিমানটি এখনও সম্পূর্ন্য বের করা হয়নি। মাটি উক্তোলনেরর দিকে প্রশাসনের কঠোর নজরদারী না থাকায় সাধারন মানুষ নদী থেকে মাটি উক্তোলন করে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলছে,তাই কৃষকের অসাধারন ক্ষতি হচ্ছে।সমান্তরাল ভূমি থেকে মাটি খনন করায় সাধারন মানুষের বসত ভিটার মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে।এসব নির্মুলে প্রশাসনকে আরো কঠোর নজরদারী রাখতে হবে।রিপোর্ট :
এস.এম.হাসান আলী
Email:smhasan.ali1700@gmail.com
Post a Comment