সাম্প্রতিক অভিযোগ উঠেছে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের কর্মকর্তার বিরুদ্ধে।চরখাটামারী এলাকার সাধারন জনগন দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ এর ভোগান্তীর স্বীকার হচ্ছে।সরোজমিনে তদন্দ করে দেখা যায় যে,০৬/২০,০৭/২০,০৮/২০,০৯/২০,১০/২০ইং মাসের নির্ধারিত সময়ে বিল পরিশোধ করলেও পরবর্তী মাসে পরিশোধ করা বিলসহ বিল পেপার দেওয়া হয়।শুধু একজন গ্রাহকের নয় এরকম আরো অর্ধশতাধিক গ্রাহকে এরুপ ভুক্তভোগী
গ্রাহকের মিটারে ইউনিট (৭২৩) অথচ বিল পেপারে লেখা ইউনিট (৭৭০)।এছাড়াও এই এলাকায় অবাদে অবৈধ সংযোগ ব্যাবহার করা হচ্ছে।ফলে পার্শ্ববর্তী মানুষের মারাত্বক ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশী।এই মাসের ০২-১২-২০২০ ইং তারিখে বেশ কিছু গ্রাহকের বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিল পরিশোধ না করার কারনে। অথচ বিল পরিশোধের তারিখ ছিল ০৫-১২-২০২০ইং। এই বিষয় নিয়ে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এর সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি কথা বলতে নারাজ পোষন করেন। কয়েকবার চেষ্টা করার পরেও কোন সুফল মেলেনী।স্থানীয় লোক পায়নি সুফল,লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিসেও গিয়ে।তাই এলাকাবাসীর জোরালো দাবী যে,বিষটি তদন্ত করে যাতে ব্যাবস্থা নেওয়া।
Post a Comment