![]() |
লালমনিরহাটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা |
লালমনিরহাটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা
মোঃ হাসান আলী, লালমনিরহাট জেলাপ্রতিনিধিঃ আজ সোমবার (৪ জানুয়ারি) জেলা ছাত্রলীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২১ইং উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি জাবেদ হোসেন বক্কর। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাদ রিদওয়ানা সেঁজুতীসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সঞ্চালক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াকুল আলী।
মোঃ হাসান আলী লালমনিরহাট জেলা প্রতিনিধি
মোবাইলঃ০১৭৭৪৪৭৮৮২৭
Post a Comment