***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে ছয় সপ্তাহ পেড়িয়ে গেলেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন


বিডি-ইনফোটেকঃ
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আবারও লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ওই প্রতিষ্ঠানে একক কর্তৃত্র প্রয়োগ করে নানা অনিয়ম ও দূর্নীতি করে চলছে। তিনি কোন ধরনের দরপত্র ছাড়াই বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করে সেই টাকা উন্নয়নের নামে আত্মসাৎ করছেন। বিদ্যালয়টির কমিটির সদস্য এমন অভিযোগ লালমনিরহাট জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে দিয়েছেন। এরপর উক্ত ঘটনার পরিদর্শনে যান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল। কিন্ত ছয় সপ্তাহের অধিক সময় পেড়িয়ে গেলেও কোন সদুত্তর মিলছেনা সেই তদন্ত প্রতিবেদনের। তাই তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আবারও লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post