***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

তীব্র শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনপদ


খাজা রাশেদ, নিজস্ব প্রতিবেদকঃ
তীব্র শীত আর কুয়াশায়  বিপর্যস্ত  লালমনিরহাটের জনপদ।

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার চাদরে যেন  ঢাকা পড়েছে উত্তরের জেলা লালমনিরহাট।

বুধবার(১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাপমাত্রার পারদ নেমেছে ১১.৬ ডিগ্রিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র।

তিনি জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত লালমনিরহাট ও এর আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিনে এই তাপমাত্রা আরো কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে ও তিনি জানান। 

এদিকে,গত কয়েকদিন ধরে দিনের বেলায় সহসা মিলছে না  সূর্যের দেখা। যে কারণে,তীব্র শীতে ভোগান্তির শেষ নেই  জনজীবনে। 

সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে এ এলাকার রাস্তা-ঘাট ও  লোকালয়। একই সঙ্গে তীব্র শীতের সাথে হিমেল বাতাসে জবুথবু অবস্থা বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া,দিনমজুর  মানুষের স্বাভাবিক  কাজকর্ম ব্যহত  হচ্ছে।
অপরদিকে,জেলার নদী ও এর  তীরবর্তী 
চরান্চলের মানুষজনের কষ্টের যেন সীমা নেই।
জীবিকা নির্বাহ সেই সাথে গবাদিপশুর খাবার  নিয়ে তারা রয়েছেন চরম বিপাকে। জেলা সদর সহ পৌর এলাকার চায়ের দোকান, হাটবাজার গুলোতে  সন্ধ্যা পেড়োলেই কমছে  মানুষের চলাচল ও আনাগোনা।

রাতের বেলাতে বৃষ্টির মত ঝড়ে পড়ছে কুয়াশা। অনেককেই আবার বাড়ির আঙ্গিনায়,রাস্তার ধারে  খরকুঠো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা যাচ্ছে।
হাড় কাঁপানো শীতে বেশি দুর্ভোগ পোহাচ্ছে শিশু ও বয়স্করা।জেলার হাসপাতাল গুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

Post a Comment

Previous Post Next Post