***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাট দারুল কোরআন মহিলা মাদরাসায় খতমে বুখারী


খাজা রাশেদ, নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাটের আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল  কোরআন মহিলা মাদরাসার আয়োজনে খতমে  
বুখারী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় জেলার আদিতমারী উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার মাদরাসার মিলনায়তনে  
অত্র মাদ্রাসার সভাপতি মোঃআব্দুল খালেক সরকারের সার্বিক তত্ত্বাবধানে বুখারী শরীফের আখেরী দরস প্রদান করেন,মাদানীনগর মাদ্রাসার প্রধান মুফতী ও শায়খুল হাদীস আল্লামা বশিরুল্লাহ সাহেব (দাঃবাঃ)।

খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালীমুন নিসা মহিলা মাদ্রাসা,পাটগ্রাম এর মুহতামিম মুফতি আবুল কাশেম। 


খতমে বুখারীর আলোচনায় 
এ সময়ে
 অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ,শায়খুল হাদীস মুফতী আশরাফ আলী,সিনিয়র মোহাদ্দিস মুফতী আবুল কাশেম,শায়খুল হাদীস ও মারকাজুল কুরআন মাদ্রাসা আদিতমারী এর মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, জামিয়া আরাবিয়া ফাতেমাতুজ জাহরা রাঃ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী ফজলুল করিম শাহরিয়ার,আল কারিম দারুল উলুম মাদ্রাসা-হাজীগ আজহারুল ইসলাম প্রমূখ ও স্হানীয়‌ ওলামায়ে কেরাম সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ হতে সৃতিস্মারক প্রদান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ডের অধীনে দারুল কোরআন মহিলা মাদ্রাসা থেকে ৫ জন দাওরায়ে হাদীস ও ২৩ জন জন ছাত্রী হেফজ সম্পুর্ন করায় তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত খতমে বুখারী অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথি সহ  আলোচকগন বিশ্বজগতের  সর্বশ্রেষ্ঠ মানব,আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাঃ এর দেখানো পথে পরিচালিত হয়ে,পবিত্র কুরআন শরীফ ও হাদীসের আলোকে ইবাদত বন্দেগির মাধ্যমে  
ইহ এবং পরকালের বিপদ থেকে মুক্তি ও নাজাত পেতে পারি বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। 

 অনুষ্ঠানের শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা  হয়।পরিচালনা করেন প্রধান অতিথি মাদানীনগর মাদ্রাসার প্রধান মুফতী ও শায়খুল হাদীস আল্লামা বশিরুল্লাহ সাহেব (দাঃবাঃ)


অনুষ্ঠান সঞ্চালনা করেন 
অত্র মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস  ও শিক্ষা সচিব  মাওলানা ইব্রাহিম খলিল।

Post a Comment

Previous Post Next Post