লালমনিরহাটে এই প্রথম ডিজিটাল মেশিনে একসাথে ধান কাটা,মারাই করা এব ধান বস্তা করা যায় এই মেশিনে।এই ডিজিটাল মেশিনের কতৃপক্ষের কাছে জানতে চাইলে জানান যে,প্রতি ২৭শতাংশ জমির জন্য তারা ১২০০ শত টাকা নিচ্ছে, সাধারন ধান কাটার চেয়ে অনেক সহজলভ্য,
এই মেশিন দিয়ে ধান কাটার পর,মারাই করার জন্য কৃষকদের বাড়তি টাকা গুনতে হয়না,তাছাড়া ধান ফ্যান করার কোন প্রয়োজন হয়না। দিনমজুুরী নিয়ে ধান কাটলে যে সময় লাগে তার ১০ ভাগের ১ ভাগ সময় লাগে এই ডিজিটাল মেশিনে ধান কাটতে।বর্তমান দিনমজুুর নিলে ধান কাটতে টাকার প্রয়োজন হতো ২৫০০ টাকারও বেশী
কৃষি প্রযুক্তিতে এই ধরনের আবিস্কার অভাবনীয়
Post a Comment