***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

এ কি!!!!! হাল দেশের।

বর্তমান আমাদের দেশের যে হাল কেউ যদি ৩। তিন কেজি চাল বিতরন করে তার ছবি তোলার কোন অবকাশ নেই।আপনারা একবারও কি ভাবেন যে, ৩,৫,১০ কেজি চাল নেওয়ার জন্য হাতপাতে সেও তো আপনার মতো, কারো (বাবা অথবা মা) কারো ভাই অথবা বোন। আপনারা সাহায্য করবেন ভাল কথা,কিন্তু চাল দেওয়ার সময় যে ছবি গুলো তোলেন তা আবার Facebook,Imo,, Whatsapp,Massenger,ইত্যাদি তে পোষ্ট করেন।কি দরকার ছিল এসব নাটক করার। বড় কক কষ্ট হয়,সেদিন ব্যারিস্টটার সুমন ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখলাম যে চাল নেওয়ার সময় বয়স্ক চাচা ভাল করে ক্যামেরার দিকে তাকাতে পারেনি জন্য চেয়ারম্যান মহদয় থাপ্পড়  মেরেছিল,কি করুন অবস্থা। একটা কথা মনে রাখবেন সবাই,নদীর এ কূল ভাঙ্গে,ও কূল গড়ে এইতো নদীর খেলা।সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধাবেলা।আল্লাহতায়াআলা সকলকে মাফ করুন আমিন।

Post a Comment

Previous Post Next Post