***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে বাণিজ্যিকভাবে গাজর চাষ করে সাবলম্বী অনেক কৃষক।

লালমনিরহাটে বাণিজ্যিকভাবে  গাজর চাষ করে সাবলম্বী অনেক কৃষক। 

মোঃ হাসান আলী,লালমনিরহাট নিজস্ব রিপোর্ট : লালমনিরহাট জেলার, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এবং কুলাঘাট ইউনিয়নের কৃষকেরা বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ করছেন।

লালমনিরহাট জেলার এবারের আবহাওয়া ভাল থাকায়, এখানকার মাটি গাজর চাষের জন্য বেশ উপযোগী হয়ে উঠেছে। এছাড়া সবজি ও সালাদ হিসেবে সমাদৃত এ ফসল চাষে খরচ কম, লাভও হয় অনেক বেশি। অন্যান্য ফসলের তুলনায়  অনেকটা রোগবালাইমুক্ত হওয়ায় গাজর চাষে সাফল্য পেয়েছেন, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের হাজারও কৃষক। চলতি মৌসুমে এসব এলাকায় প্রায় (১০০০)হাজার বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে গাজরের চাষ করা হয়েছে মর্মে জানা গেছে।

বর্তমানে হাট-বাজারে দাম ভালো আর চাহিদা বেশি থাকায়, অল্প পরিশ্রমে বাণিজ্যিক ভিত্তিতে এ ফসলটি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা।

জানা যায়, একবার চাষে করে কমপক্ষে ৩ দফা গাজর উৎপাদন করা যায়। এছাড়া গাজর গাছের ডাল-পালা গবাদি পশুর খাবার হিসেবেও বেশ চাহিদা রয়েছে। এবং এর শিকড়গুলো জৈব সার হিসেবে ব্যবহার হয়ে থাকে।

মোগলহাট ইউনিয়নের মধ্যে কাকেয়া টেপা, ভাটিবাড়ী, কোদালখাতা ও ফুলগাছে গাজরের চাষাবাদ সবচেয়ে বেশি হচ্ছে।

কোদালখাতা এলাকার গাজর চাষী দেলবর আলী বলেন, এ এলাকা গাজর চাষে উপযোগী হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষক। এক সময় অল্প কিছু জমিতে গাজর চাষ হতো। এখন অল্প সময়ে বেশি ফলন হওয়ায় কৃষকদের গাজর চাষে আগ্রহ বাড়ছে। এখন গাজর বিক্রি শুরু হয়েছে।

গাজরসহ শীতকালীন সবজি চাষে কৃষকরা ঋণ সহায়তা, পরামর্শ  ও প্রশিক্ষন পেলে আরও বেশি উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।

মো;হাসান আলী
মোবাইলঃ০১৭৭৪৪৭৮৮২৭
Email:smhasan.ali1700@gmail.com

Post a Comment

Previous Post Next Post