খাজা রাশেদ, নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাস্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর হাতে প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্য্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ জানুয়ারি) বিকেলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট -৩ (সদর) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাহিদ হাসান লিমনের নেতৃত্বে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এটি বর্ণাঢ্য র ্যালী বের হয়।
কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উক্ত র্য্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মিশন মোড় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী,আনছার আলী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সময়ে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী,মহিলা পার্টি ও পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment