***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

চলন্ত অবস্থায় লালমনি এক্সপ্রেসে স্কুলছাত্রী ধর্ষণ,হাতেনাতে অ্যাটেনডেন্ট গ্রেপ্তার



খাজা রাশেদ, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টু লালমনিরহাটের মধ্যে চলাচলকারী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস এর চলন্ত অবস্থায়  ট্রেনের ভিতরে  ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী।

ভুক্তভোগী ঐ স্কুলছাত্রী ভুল করে  ট্রেনটিতে উঠেছিল।

ধর্ষনের এ ঘটনায় ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায় একটি  মামলা করেছে পুলিশ।

ধর্ষনের শিকার ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনের  খ নম্বর  বগির- ৭ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর   বাড়ি ময়মনসিংহে।

লালমনিরহাট জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ওই স্কুলছাত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে।

পরে,ট্রেনে 
টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় কর্তব্যরত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী  মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায়।

নিয়ে যাবার পর সুযোগ বুঝে  কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে মেয়েটিকে  ধর্ষণ করেন। ধর্ষনের পর,মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে আক্কাছ গাজী কে  আটক করেন।

তিনি জানান, ভুক্তভোগী মেয়েটির  পরিবারের কাউকে না পেয়ে ধর্ষণের ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদি হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি  মামলা দায়ের করেন।

ওই  মামলায় লালমনি এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ওসি ফেরদৌস আলী আরও বলেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তারা থানায় এসে পৌঁছলে মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

গ্রেপ্তারকৃত  আক্কাছ গাজী বরিশাল সদরের পাতাং এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট রেলওয়ের সেলুন বেয়ারা (ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট) ক্যারেজ অ্যান্ড ওয়াগান ডিপোতে কর্মরত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post