***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে মসজিদের দান বাক্সের টাকা চুরি

ছবিঃ চুরি হওয়া দানবক্স

খাজা রাশেদ, নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের  আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে একটি মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে,১৯ জানুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের আগে মহিষখোচা জামায়াত গোরাবায়ে আহলে হাদীস বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। 
এ বিষয়ে, উক্ত মসজিদের মুয়াজ্জিন মোঃ মাজেদ বলেন, শুক্রবার (১৯ জানুয়ারি) আমি ফজরের নামাজের আগে আযান দিতে এসে দেখতে পাই দান বাক্সের তালা কাটা। দুর্বৃত্তরা বাক্সে জমাকৃত  টাকা লুট করে নিয়েছে।

উক্ত 
মসজিদের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার বলেন,আজ শুক্রবার জুমার নামাজ পড়তে এসে চুরির বিষয়টি শুনলাম।
দ্রুত চোর ধরার ব্যবস্থা করতে হবে।

Post a Comment

Previous Post Next Post