বিকাশ অফার ৫০০ টাকা!!!বিকাশে কুইজ প্রতিযোগীতায় অংগ্রহন করে।
বিকাশ অফার ৫০০ টাকা!!!বিকাশে কুইজ প্রতিযোগীতায় অংগ্রহন করে কানটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে ৫০০ টাকা আয় করা যাবে।
বিকাশ অ্যাপস এর এই কুউজ প্রতিযোগিতার নিয়মাবলী :
১.গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই সচল রাখা লাগবে।
২.কুুইজে অংশগ্রহন করার পর ঐ অ্যাকাউন্ট থেকে যেকোন পরিমান টাকা লেনদেন করতে হবে,যেমন,সেন্ডমানি,মোবাইল রিচার্জ, ক্যাশআউট,পে-বিল ইত্যাদি।
৩.একজন গ্রাহক কেবল একবার জয়লাভ করলে সে গ্রাহক কোনভাবেই কুউজে অংশগ্রহন করতে পারবে না।
৪.যদি কোন গ্রাহক বিজয়ী না হয় তাহলে উক্ত গ্রাহক আবার কুইজে অংগ্রহন করতে পারবে।
৫.গ্রাহক বিজয়ী হলে পরের দিন বিকাশ কুউজের পেজের লিডার বোর্ড নামের তালিকা প্রকাশ করা হবে।
৬.অফারটি চলবে ১৪ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বর ২০২০ ইং পর্যন্ত।
৭.বিকাশের এই অফার যেকোন মূহুর্তে পরিবর্তন করতে পারবে।
কুুইজ খেলার লিংক:https://bkash.com/quiz/public/
Post a Comment